খালেদা জিয়ার মুক্তি চাইলেন আমির খসরু

27

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে কোর্ট বিল্ডিং মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে আইনের শাসন সুষ্ঠুভাবে প্রয়োগ দরকার। আইনজীবী পেশাজীবীসহ সকলকে একতাবদ্ধ হয়ে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। আইনী ব্যবস্থায় বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার কথা থাকলেও তিনি মুক্তি পাচ্ছেন না। সরকারের কাছে আবেদন জানাই, খালেদা জিয়াকে যেন মুক্তি দেন।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনও খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপির সভপতি ডা. শাহাদাত হোসেন বলেন, পারমাণবিক প্রকল্পে বালিশ দুর্নীতির কথা বেশ আলোচিত হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির শপথ নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হসেম বক্কর, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বদরুল আনোয়ার, সিনিয়র আইনজীবী অ্যাড. কবীর চৌধুরী। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর সভাপতি অ্যাড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. জহুরুল আলমের পরিচালনায় বক্তব্য দেন নগর বিএনপির সহসভাপতি অ্যাড. মফিজুল হক ভূঁইয়া, অ্যাড. সাত্তার সরওয়ার, অ্যাড. নাজিম উদ্দিন, অ্যাড. এস ইউ এম নুরুল ইসলাম, অ্যাড. কফিল উদ্দিন চৌধুরী, অ্যাড. এনামুল হক, রফিক আহমেদ, আজিজুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি