খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহবান

26

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহব্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। ডাক্তারেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন। অথচ সরকার তাঁর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। বেগম খালেদা জিয়াকে ২ কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে এবং ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারান্তরীণ রেখেছে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জোর দাবি জানাই।
তিনি গতকাল কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে নাসিমন ভবন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। বক্তব্য দেন অধ্যাপক ইউনুস চৌধুরী, মোহাম্মদ ছালাউদ্দিন, এডভোকেট এম এ তাহের, কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, আজম খান, জসীম উদ্দিন সিকদার, আব্দুল আউয়াল চৌধুরী, সেলিম চেয়ারম্যান, শহীদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, আলমগীর ঠাকুর, জহির আজম চৌধুরী, এডভোকেট খোরশেদ আলম, অহিদুল আলম, নিজাম উদ্দিন কমিশনার, এজাহার মিয়া, মোহাম্মদ মহিউদ্দিন, হাসান মোহাম্মদ জসীম, সরোয়ার উদ্দিন সেলিম, মুরাদ চৌধুরী, আলী আকবর, জাহিদুল আফছার জুয়েল, আবদুল্লাহ আল নোমান, আবদুল বারেক, মনিরুল আলম জনি, শফিউল আলম চৌধুরী, আশ্রাফ উল্লাহ, মোতালেব চৌধুরী, নাসির উদ্দীন, মুহাম্মদ আলাউদ্দিন, সাবের সুলতান কাজল, জসিম চৌধুরী, জি এম মোরশেদ, শাখাওয়াত হোসেন শিমুল, শওকত আকবর সোহাগ, মোক্তার হোসেন সুজন, হারুনর রশীদ হান্নান, আবুল মনসুর, ফজলুল করিম চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয় এবং পুনরায় নাসিমন ভবন চত্বরে এসে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি