খালেদা জিয়ার মুক্তির সমাবেশ সফল হবেই

50

সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপের কারণে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে অভিযোগ করে চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক আর ইউ চৌধুরী শাহীন বলেন, বেগম খালেদা জিয়া আজ জাতীয় নেত্রী থেকে জনগণের কাছে তাদের মায়ের মর্যাদা পেয়েছেন। ১৬ কোটি মানুষ আজ বেগম খালেদা জিয়ার মুক্তির প্রহর গুণছে, কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও রোষানলের শিকার হয়ে তিনি আজ মিথ্যা বানোয়াট ও ভূয়া মামলার সাজানো রায়ে অমানবিকভাবে কারান্তরীণ রয়েছেন। অবৈধ সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপের কারণেই তিনি আজও জেল থেকে বের হতে পারছেন না। তার মুক্তিতে পদে পদে বাঁধা সৃষ্টি করা হচ্ছে সরকারের উচ্চ মহল থেকে, যা অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ। দেশের জনগণ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২০ জুলাই চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশের মাধ্যমে দেশনেত্রীর মুক্তি আন্দোলন আবারও নতুন উদ্যমে শুরু হবে। এই আন্দোলন সারা বাংলাদেশে অগ্নি স্ফুলিঙ্গের মত ছড়িয়ে পড়বে। সরকার আমাদের সমাবেশ বানচালের ষড়যন্ত্র করছে। অনুমতি নামক নাটকের বেড়াজালে ফেলে বিএনপির সমাবেশে নানাবিধ বাঁধা ও প্রতিকূলতা সৃষ্টি করা হচ্ছে। শত বাঁধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ২০ জুলাই মহাসমাবেশ যে কোন মূল্যে সফল করা হবে। পাঁচলাইশ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমদ চৌধুরী’র সভাপতিত্বে আগামী ২০ জুলাই বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সম্প্রতি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সামিয়াত আমিন চৌধুরী জিসান’র সঞ্চালনায় উক্ত কর্মী সভায় বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোজাম্মেল হক হাসান, আব্দুল বাতেন, শাহ আলম, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শফি, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মাহমুদুর রহমান বাবু, ইউনুচ ইনতু, জালাল উদ্দিন, মোঃ সেলিম, হাসানুর রশিদ হাসান, ওয়ার্ড ছাত্রদল নেতা নাঈম উদ্দিন মিনহাজ, আকিব হাসান চৌধুরী, হাসান রাশেদ রায়হান, রুপু বড়–য়া প্রমুখ। বিজ্ঞপ্তি