খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

55

জাতীয়তাবাদী দল চান্দগাঁও থানা, বোয়ালখালী থানা, পাঁচলাইশ আংশিক চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বোচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে চান্দগাঁওস্থ মৌলভী পুকুরপাড় আরাকান রোড চত্বরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ২৪ জুলাই বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর.ইউ চৌধুরী শাহীন। দক্ষিণ জেলা বিএনপি নেতা আলহাজ আজিজুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ এরশাদ উল্লাহ। তিনি বলেন, ঈদের আগেই গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অন্যতায় এমন আন্দোলন এদেশের জনগণ গড়ে তুলবে, সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের ক্ষমতার মশনদ তছনছ হয়ে যাবে। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইনের সুশাসন থেকে বঞ্চিত। লাখ লাখ নেতাকর্মী হাজার হাজার মামলায় জর্জরিত। ছেলের সাথে মা-বাবার দেখা নাই, স্বামীর সাথে স্ত্রীর দেখা নাই, বছরের পর বছর নেতাকর্মীরা ঘর ছাড়া, ইহা কিসের আলামত? তিনি আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, বেগম খালেদা জিয়ার মুক্তির ছাড়া অন্য কোন বিকল্প নাই। তাই আসুন দলমত নির্বিশেষে সকল জাতীয়তাবাদী নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমএ হাশেম রাজু, চান্দগাঁও থানা বিএনপি’র সভাপতি কাউন্সিলর আলহাজ মোহাম্মদ আজম, সাধারণ সম্পাদক শরিফুদ্দিন খান, পাঁচলাইশ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী, মো. ইয়াছিন, বোয়ালখালী থানা বিএনপি’র আহবায়ক মো. শওকতুল আলম, সরওয়ার আলমগীর, ৬নং পূর্বষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি কাউন্সিলর দোস্ত মোহাম্মদ, ৪নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াছ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানা, ৫নং মোহরা ওয়ার্ড বিএনপি’র সধারণ সম্পাদক এম. ফিরোজ খান, জাফর আহমদ, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, ৬নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর নেতা এড. এনামুল হক, চান্দগাঁও থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. ওসমান, যুগ্ম সম্পাদক হাজী মোস্তাফা কামাল, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, জাতীয়তাবাদী যুবদল চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, বায়েজিদ থানা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ইসমাইল, নগর যুবদল নেতা মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জাবেদ, আবু সৈয়দ রাসেল, চান্দগাঁও থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল গফুর, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, ইলিয়াছ বাবুল, ৬নং পূর্বষোলশহর যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক ফজল কবির, সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৫নং মোহরা ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফিরোজ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. রাসেদ, ৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. টিপু, গাজী সেলিম, মো. সোলাইমান, মো. নুরুদ্দিন, মো. আলী আকবর প্রমুখ। মিছিলটি চান্দগাঁও এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি