খাদ্যে ভেজাল নগরীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

21

নগরীতে ক্ষতিকর উপাদান দিয়ে খাদ্য তৈরি ও বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে মাদারবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করায় এবং মেয়াদ উত্তীর্ণ সেমাই, কেক, ফার্মেন্টেড মিল্ক পণ্য বিক্রির দায়ে আল আরাফাত ফুড প্রোডাক্টস’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে শামু বেকারিকে খাদ্যে ক্ষতিকারক রং, রাসায়নিক দ্রব্যের ব্যবহার, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে বিএসটিআই এর ফিল্ড অফিসার শহীদুল ইসলাম ও তারেক রহমানসহ সিএমপির সদস্যরা অংশ নেন।