খাজা নগর সমাজ কল্যাণ কমিটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

60

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের প্রতি যতœবানশীল হন। শিশুদের প্রতি কঠোর হবেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৪নং ওয়ার্ড কমিশনার সাইফুদ্দিন খালেদ সাইফু এসব কথা বলেন। খাজা নগর সমাজ কল্যাণ কমিটি আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান নগরীর খাজা রোডস্থ সমাজ কল্যাণ কমিটির মাঠে গত শুক্রবার বিকাল ৪ টায় সংগঠনের কার্যকরী সদস্য মিরাজ ও ধর্ম সম্পাদক জহির এর সঞ্চালনায় এবং সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও এন এম সি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসান মোহাম্মদ জোনায়েদ। প্রধান বক্তা ছিলেন অত্র এলাকার সাবেক চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। এতে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ বাবুল, মোহাম্মদ সেলিম, মোঃ ইসকান্দার, উক্ত অনুষ্ঠানের আহবায়ক আহমেদ রাকিব, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইমরান মাসুদ, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ সাজ্জাদসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

শিশু হাবিবুর রহমান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসিচব স উ ম আব্দুস সামাদ বলেন, পুরো দেশের মানুষ যখন ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে আন্দোলন করছে ঠিক তখনই আরেক নারকীয় হত্যার জন্ম দেয় চট্টগ্রাম ওয়াজেদীয়া কওমী মাদ্রাসার শিশু ছাত্র হাবিবুর রহমানকে যৌন নির্যাতন, পরে হত্যা করে কওমী মাদ্রাসা অধ্যক্ষসহ শ্রেণী শিক্ষকরা। গত ১৪ এপ্রিল রবিবার বিকেলে ওয়াজেদিয়া কওমী মাদ্রাসায় শিশু ছাত্র হাবিবুর রহমান হত্যার বিচারের দাবিতে ওয়াজেদীয়া চত্বরে বায়েজীদ থানা ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বায়েজীদ থানার সভাপতি এইচ এম নাঈম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন আল আমিন হাশিমী দরবার শরীফের সাজ্জাদানশীল আল্লামা কাজী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, কাউন্সিলর কফিল উদ্দীন খাঁন, শাহ্ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান আমিরুল হুজ্জ্বাজ মাওলানা ইয়াসিন, মাহমুদ সিদ্দিকী, মাওলানা শিব্বির আহমদ ওসমানী প্রমুখ। বিজ্ঞপ্তি