খাগড়াছড়ি হাসপাতালে ২ ডেঙ্গু রোগী

22

পাহাড়ি জনপদ খাগড়াছড়িতেও ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। মঙ্গলবার রাত পর্যন্ত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চারজন ভর্তি হলেও ২জন চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাড়িতে ফিরেছেন। তবে এখনো ২জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীরা ঢাকা থেকে খাগড়াছড়ি এসেছিলেন।
এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু রোগ সনাক্তের ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ বাইরে পরীক্ষা করে চিকিৎসাপত্র দিচ্ছেন। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে জানালেন চিকিৎসকরা।