খাগড়াছড়ির ৫২টি বৌদ্ধ বিহারে ত্রিপিটক বিতরণ

86

ত্রিপিটক রিসার্চ সোসাইটি চট্টগ্রাম-এর উদ্যোগে পার্বত্য জেলা খাগড়াছড়ির ৬২টি বৌদ্ধ বিহারে গত ২১ জুন বিনামূল্যে ত্রিপিটক বিতরণ করা হয়। খাগড়াছড়ি সদরস্থ য়ংড বৌদ্ধ বিহারে এই উপলক্ষে বুদ্ধ প্রতিবিম্ব দান, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান ভদন্ত ওয়েনা মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেন সাসনারক্ষিতা ভিক্ষুসংঘের সভাপতি কুশলা মহাস্থবির। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বুড্ডিস্ট কল্যাণ পরিষদের সহ-সভাপতি ¤্রা সা থোয়াই, ত্রিপিটক রিসার্চ সোসাইটির সভাপতি উজ্জ্বল বড়–য়া বাসু, সাধারণ সম্পাদক সুজন মুৎসুদ্দি, ত্রিপিটক বিতরণ উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি তমাল কান্তি বড়–য়া, সাধারণ সম্পাদক জুয়েল বড়–য়া, সমন্বয়ক সৌমেন বড়–য়া। এছাড়া পূজনীয় ভিক্ষুসংঘ ত্রিপিটকের বিভিন্ন বিষয় তুলে ধরে ধর্মদেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রিপিটক বিতরণ এটি একটি অনন্য উদ্যোগ। দেশের অনেক বিহারে এখনো ত্রিপিটক নেই আর এই অভাব পূরণ করছে ত্রিপিটক রিসার্চ সোসাইটি। তারা বলেন, বর্তমান অশান্ত বিশ্বে বুদ্ধের অমিয় প্রেমের বাণী শান্তির বার্তাবরণ সৃষ্টি করতে পারে। আর তাই ত্রিপিটকের অধ্যয়ন ও অনুশীলন যত বেশি হবে তত বেশি আমাদের উপকার হবে। শেষে প্রাপ্ত ত্রিপিটকসমূহকে নিয়ে একটি গাড়ি শোভাযাত্রা বের করা হয়। বিজ্ঞপ্তি

নোয়াপাড়ায় হক কমিটির
ঈদ পুনর্মিলনী ও মাহফিল

রাউজান প্রতিনিধি

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান নোয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যেগে ঈদ পুনর্মিলনী গাউছিয়া শরীফ, খতমে খাজেগান, মিলাদ মাহফিল ও ছেমা মাহফিল গত ২১ জুন শুক্রবার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের প‚র্ব কচুখাইন গ্রামের মরহুম সামশুল আলমের বাসভবনে সংগঠনের সভাপতি মোহাম্মদ খসরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মফিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলার কধুরখীল খাজা ইদ্রিস ভান্ডার দরবার শরীফের শাহজাদা খাজা মোহাম্মদ নুরুল আমিন মাইজভান্ডারী। প্রধান বক্তা ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা ও সংগঠক মাওলানা এম নওশাদুল হক। বিশেষ অতিথী ছিলেন মুহাম্মদীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ হোসেন শাহ ছাহেব (ম.জি.আ.), খাজা ইদ্রিস ভান্ডার দরবারের নায়েবে মোন্তাজেম খাজা মোহাম্মদ নুরুল হাসনাইন মাইজভান্ডারী, নায়েবে মোন্তাজেম খাজা মোহাম্মদ করিম মাইজভান্ডারী, প্রকৌশলি মোহাম্মদ ফরিদ, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউস‚ফ আলী, সমাজসেবক নুর মোহাম্মদ। এতে অতিথী ও অন্যান্যদের মধ্য আরো উপস্হিত ছিলেন মোহাম্মদ শাহেদ, উপদেষ্টা শাহজাদা মোহাম্মদ ছালেহ আহমদ, সংগঠনের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মাওলানা মোহাম্মদ আমির হোসেন, রাখাল দাশ, মোহাম্মদ মুছা, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, ইয়াসিন আরাফাত, রফিকুল ইসলাম, মোহাম্মদ জহির আহমেদ, খায়েজ আহমদ নাছির, সিরাজুল ইসলাম, আবুল কালাম, গিয়াস উদ্দিন নয়ন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সেলিম, তসলিম উদ্দিন, বেলাল হোসেন, সুমঙ্গল চক্রবর্তী, নাঈম উদ্দিন প্রমুখ।