খাগড়াছড়িতে ২৩ বিজিবি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

45

কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা’সহ নানান আয়োজনে পালিত হলো খাগড়াছড়ির মাটিরাঙায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সীমান্তের অতন্দ্র প্রহরী ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে পুরো জোন সদরে ছিলো সাজ সাজ রব। দুপুর ১২ টা থেকে আমন্ত্রিত অতিথিরা একে একে জোন সদরে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মাহমুদুল হকের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ২৪ আর্টিলারী ব্রিগেডের গুঁইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম, বিজিবি’র চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম সিকদার, গুঁইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ আব্দুল হাই, রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল তারেকুল হাকিম, মাটিরাঙা সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার, এএসইউ খাগড়াছড়ি শাখা কমান্ডার লে. কর্ণেল সরদার আলী হায়দার, রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম এর পরিচালক (অপারেশন) লে. কর্ণেল রাহাত নেওয়াজ, গুঁইমারা সেক্টরের জিটু মেজর মো. হামিদুর রহমান, গুঁইমারা সেনা রিজিয়নের জিটুআই মেজর মঈনুল আলম, মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাসসহ পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৬ সালের ২০ এপ্রিল চট্টগ্রামের হালিশহর ব্যাটালিয়নে ২৩ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে।-