খাগড়াছড়িতে বিশ্বকবির জন্মজয়ন্তী উদ্যাপন

35

খাগড়াছড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ির হাসপাতাল সড়কে ঝর্ণাধার কচি-কাঁচার মেলার মিলনায়তনে এ আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মংশেপ্রু চৌধুরী অপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালহ উদ্দিন, খাগড়াছড়ি দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও কচিকাচা মেলার সংগঠক সাংবাদিক জীতেন বড়ুয়া। আলোচনা সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদানের ইতিহাস তুলে ধরে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র।-