খাগড়াছড়িতে পুলিশ সদস্যদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

93

বাংলাদেশ পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ মহসিন হোসেন রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা রক্ষায় নবীন সৈনিকদের সজাগ থাকার আহŸান জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবময় আত্মত্যাগ ধরে রাখতে পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। দেশের জনগণ যাতে পুলিশের প্রতি আস্থাশীল হতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।
সোমবার দুপুরে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার কুচকাওয়াজ মাঠে আয়োজিত বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল (Trainee Recruit Constable) ৬ষ্ঠ ব্যাচ ২০২০ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে থেকে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন কালে এ কথা বলেন।
নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান ও এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আওরঙ্গজেব মাহবুব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।