খাগড়াছড়িতে পুলিশের লিফলেট বিতরণ

35

খাগড়াছড়িতে সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর করতে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ। দুপুরে পৌর শহরের শাপলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে এ প্রচারণা চালানো হয়।
দুর্ঘটনা এড়াতে চালক, যাত্রী ও মালিকদের করণীয় সম্পর্কে সচেতন করতে খাগড়াছড়ি ট্রাফিক বিভাগের পরিদর্শক (টি আই) সুপ্রিয় দেবের নেতৃত্বে বিভিন্ন সড়কে এ লিফলেট বিতরণ করা হয়। একইসাথে সড়ক পরিবহন আইন মেনে চলতে ও সাধারণ জনগণকে উদ্ধুদ্ধ করতে করা হয় মাইকিং। এসময় মোটর সাইকেল আরোহীদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যক্স টোকেনসহ ফিটনেসবিহীন যানবাহন না চালাতে সতর্ক করা হয়। সচেতনতামূলক লিফলেট বিতরণকালে সার্জেন্ট তরুণ দাশ ও ফারুক হোসাইনসহ দায়িত্ব পালনকারী ট্রাফিকরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি ট্রাফিক বিভাগের পরিদর্শক সুপ্রিয় দেব বলেন, পুলিশ সপুারের নিদের্শমতে জনগণকে সড়ক পরিবহন আইন জানার পাশাপাশি সতর্ক ও উদ্বুদ্ধ করতে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। যাতে করে জনগণ আইনের শ্রদ্ধাশীল হন। জনসচেতনতামূলক এ কার্যক্রমে সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন এ ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা।-খাগড়াছড়ি প্রতিনিধি