খাগড়াছড়িতে পালিত হয়েছে বর্ষাউৎসব

19

খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে বর্ষাউৎসব। গতকাল সন্ধ্যায় খাগড়াছড়ি সদরস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট হল রুমে এ উৎসব অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আওয়ামী লীগ সরকার অসম্প্রদায়িক বাংলাদেশের রাজনৈতিক দল। বাংলাদেশে সরকার গঠনের পর থেকে এর একটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সরকার পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি স্থাপানের পাশাপাশি পার্বত্য এলাকায় উন্নয়নের ধারা বজায় রেখেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠাও শান্তিচুক্তির অবদান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম। স্বাগত বক্তব্য রাখেন, জীতেন চাকমা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।