খাগড়াছড়িতে দোকানপাট বন্ধ, ফাঁকা রাস্তাঘাট

34

খাগড়াছড়িতে বিদেশফেরত ২৫৫ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন আরো ১৪ জনসহ ১৪৮ জনকে হোম কোয়ারেন্টিনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে সু-সংবাদ হচ্ছে হোম কোয়ারেন্টিনে থাকা ৭৭ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা অবস্থায় গত বুধবার রাতে মারা যাওয়া ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরকে পাঠানো হয়েছে। ঘটনায় দুই চিকিৎসক, দুই নার্স ও ১ আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মৃত রোগীর পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারা কোয়ারেন্টিনেই থাকবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।
অপরদিকে মহামারি করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে ও মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রশাসনের কড়াকড়িতে খাগড়াছড়িতে অঘোষিত লকডাউন চলছে। বন্ধ রয়েছে দোকানপাট, রাস্তাঘাট ফাঁকা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তার মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। তারা মাইকিং করে মানুষকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছে। মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট। নিষেধাজ্ঞা অমান্যকারীদের আর্থিক দন্ড দিচ্ছে। তবে এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে।