কয়েকটি খাতে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ করবে মালয়েশিয়া

90

লন্ড্রি, টেক্সটাইল, হেয়ার ড্রেসিং ও স্বর্ণকারের মতো কয়েকটি খাতে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এই বছর থেকে শুরু করে ২০২১ সাল নাগাদ ধাপে ধাপে এসব শ্রিমক নেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। তিনি জানান, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয় নিয়ে গঠিত বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক যৌথ কমিটির সভায় এই বিষয়ে ঐক্যমত সৃষ্টি হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব খাতে বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধের প্রস্তাব দেয় অভ্যন্তরীণ বাণিজ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়। এসব শ্রমিক নিয়োগ বন্ধের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে। বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা সংক্রান্ত যৌথ কমিটির সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ও মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান। ওই বৈঠকে ওয়ার হাউসিং খাতে বিদেশি শ্রমিকের চাহিদা নিরুপণ করতে আরও গবেষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ইনস্টিটিউট অব লেবার মার্কেট ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইসিস (আইএলএমআইএ) এই গবেষণা পরিচালনা করবে। পরিবহন মন্ত্রণালয় এই খাতে বিদেশি শ্রমিক নেওয়ার প্রস্তাব দেওয়ার পর এই খাতের চাহিদা নিরুপণে গবেষণার সিদ্ধান্ত হয়। ওই গবেষণার ফলাফলের ভিত্তিতে সরকার সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে নির্ধারণ করবে যারা এই খাতের নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই বৈঠকে নির্মাণ শিল্পে দক্ষতার ভিত্তিতে বিদেশি শ্রমিক পাঠানো দেশগুলোকে কর্মী প্রতি সাড়ে আটশো থেকে সাড়ে সাতশো মালয়েশিয়ান রিঙ্গিত ফি নির্ধারণের বিষয়ে ঐক্যমত সৃষ্টি হয়েছে।