ক্ষোভ, স্বপ্ন ও প্রত্যয়

52

বাসুদেব মন্ডল কাজ, শক্তি, ক্ষমতা নিয়ে ভাবছিলেন। সেই ভাবনা ক্ষমতায় এসে থেমে গেছে। বিজ্ঞানের ক্ষমতার রূপ চলে গেছে মনুষ্য কর্মকান্ডে।
তিনি খাতা টেনে নিয়ে লিখতে লাগলেন-ক্ষমতা কি নেগেটিভ শব্দ? না। তবে তা লোকে সন্দেহের চোখে দেখে কেন ? সহজ উত্তর, এর অপব্যবহারের জন্য।
এমন সময় দোর ঘন্টা বেজে উঠল।
বাসুদেব মন্ডল তা উপেক্ষা করে লিখে চললেন – ক্ষমতার সাথে কেমনে জানি দুর্নীতি শব্দটি মিলে গেছে। ক্ষমতা কাউকে বঞ্চিত করতে পারে, আবার কাউকে সুবিধাও দিতে পারে। আসলে স্বজনপ্রীতি দুর্নীতির অংশ। এখান থেকে শুরু হয় বঞ্চিত করা এবং সুবিধা দেওয়া। দুইটি বিপরীত শব্দের উপরি পাতনে উন্নয়ন শূন্য। স্থবির। আর স্থবির মানে কাজ হচ্ছে না। এতো পিছিয়ে দেওয়ার গান।
আবার দোর ঘন্টা বেজে উঠল।
এবার আর উপেক্ষা করতে পারলেন না। ভাবনায় ছেদ পড়ল। তিনি উঠে দাঁড়ালেন।
দরজা খুলতে হলো না। আপনা থেকে খুলে গেল।
দরজার চৌকাঠে দাঁড়িয়ে নিহারিকা দেবী মিটমিট করে হাসছেন।
বাসুদেব মন্ডল নিহারিকা দেবীর হাসির রহস্য ধরতে পারছেন না। বুঝতে পারছেন না, এই ধরণের রসিকতার অর্থ কী ?
নিহারিকা দেবী নিজ থেকেই বললেন – আকাশ দেখতে দেখতে মনে হলো, দেখি আমার ক্ষমতা কতো ? তাই একটু নাটকীয়তা।
– মানে ?
-মানে কিছুনা। তুমিই তো বলো, আকাশের দিকে তাকিয়ে থাকলে মানুষের মধ্যে অতিন্দ্রিয় ক্ষমতা জন্মে। অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে আছি। ভাবলাম, আমার কতো ক্ষমতা হলো ? তোমার ভাবনাকে ধরতে পারার ক্ষমতা।
বাসুদেব মন্ডল কিছু বলছেন না। শুধু ক্ষমতা শব্দশুনে চমকে উঠলেন।
নিহারিকা দেবী বিষয়টি খেয়াল করলেন। বললেন – তুমি কি ক্ষমতা নিয়ে ভাবছ ?
বাসুদেব মন্ডল বেশ অবাক। লুকাতে গিয়েও লুকাতে পারলেন না। এমন পরিস্থিতিতে তার তোতলানো ভাব চলে আসে। তোতলাতে তোতলাতে বললেন – কেমনে বুঝলে ?
– বুঝাবুঝির কী আছে ? বিজ্ঞানের মানুষ! কাজ, ক্ষমতা, শক্তি। হাবিজাবি কত কিছু ?
-হাবিজাবি মানে ?
– তোমার কাছে যা মহৎ কর্ম, আমার মতন মুখ্যু-সুখ্যুর জন্য তা অযথা সময় নষ্টও হতে পারে।
বাসুদেব মন্ডল কিছু বলছেন না।
নিহারিকা দেবি ‘একটু দেখি’ বলে খাতাটি নিলেন। তিনি বেশ বিষ্মিত! কাকতালিয়ভাবে এতটা মিল, তিনি কল্পনাও করেন নাই।
তিনি বিষ্ময়কে লুকিয়ে বললেন – একি হতাশার গল্প ? না, ক্ষমতার ? নাকি বিক্ষোভে ফেটে পড়া ? তবে,
আসিতেছে শুভ দিন
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা
শুধিতে হইবে ঋণ
বাসুদেব মন্ডলের চেহারায় একটি স্বপ্নময় পুলক লাগাভাব ফুটে উঠেছে।
নিহারিকা দেবী সেই ভাবকে আরো স্পষ্ট করার জন্য বললেন – চলো একটি লিমেরিক লিখি। আমি রসদ যোগাবো, তুমি লিখবে।
– সেটা কেমন ?
– ধর লাল ফিতার দৌরাত্ম, বাফাইল চলছে কিন্তু ইচ্ছা করেই একটি প্যাঁচকি মেরে দিল। তাই ফাইল একবার উঠে, আরেকবার নামে।
এবার বাকিটুকু তোমার।
কিছুক্ষণের জন্য দুইজনই চুপ।
বাসুদেব মন্ডলের মাথায় ধীরে ধীরে একটি লিমেরিক ধরা দিতে থাকে। তিনি বলে উঠলেন –
অন্ধ গলিতে ঘুরপাক খাই
কেউ একজন আলো ফেলার ক্ষমতা পায়
ফেলেনাই
অজানা সংকীর্ণতায়
তবুও পথ খুঁজি, স্রোতের বিপরীতে দাঁড়বাই।
নিহারিকা দেবী বলে উঠলেন – চমৎকার। ক্ষোভ আছে। স্বপ্ন আছে। আছে প্রত্যয়।
বাসুদেব মন্ডল প্রত্যয়ের সাথে বলে উঠলেন –
নাই নাই ভয়
হবে হবে জয়
খুলে যাবে এই দ্বার
নিহারিকা দেবি সেই সুরে সুর মিলালেন।