‘ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইসরায়েল’

12

ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি থেকে একটি ‘রকেট পরিচালনা পদ্ধতি’র পরীক্ষা চালানো হয়েছে। শুক্রবার সকালে এটার পরীক্ষা চালায় তেল আবিব। তবে এটার ধরন ও প্রকৃতি সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা। অন্যদিকে তেহরান দাবি করেছে, পরমাণু বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তেল আবিব।ইসরাইলের সংবাদমাধ্যম ‘আই২৪ নিউজ’ চ্যানেল জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটিতে এ পরীক্ষা চালানো হয়। এটা পূর্বপরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘মধ্য ইসরায়েলের এক সামরিক ঘাঁটি থেকে একটি রকেট পরিচালনা পদ্ধতির পরীক্ষা করেছে প্রতিরক্ষা সংস্থা।’