‘ক্লিন অ্যান্ড গ্রিন মাইজভান্ডার’ কর্মসূচি

91

পরিচ্ছন্ন মাইজভান্ডার গড়তে ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ক্লিন অ্যান্ড গ্রিন মাইজভান্ডার’ কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে মাইজভান্ডার দরবার শরীফে এ কর্মসূচী পালন করা হয়।
মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভান্ডারী শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১১৩ তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মাইজভান্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.)।
সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। গাউছুল আজম মাইজভান্ডারীর ভক্ত-আশেকানরা ওরশ শরীফে আসবেন। মাইজভান্ডারকে পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু মাইজভান্ডার নয় আমাদের আশেপাশে পরিবেশ পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ’
এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম-সচিব অধ্যাপক মেজবাউল আলম শৈবাল, সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দীন এনায়েত, জেলা কার্যকরী সংসদের প্রচার ও জনসংযোগ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, মাইজভান্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রæপের সাধারণ সম্পাদক মো. সোহেলসহ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া)’র বিভিন্ন শাখার কর্মকর্তা-সদস্য, মাইজভান্ডারী ফাউন্ডেশনের কর্মকর্তা-সদস্যরা।
এদিকে রোববার (২০ জানুয়ারি) বিকেলে গাউছুল আজম মাইজভান্ডারী শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১১৩ তম বার্ষিক ওরশ সফলভাবে সমাপ্ত করার লক্ষ্যে মাইজভান্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির উদ্যোগে ২০০ বিশেষায়িত সেবক ও ১ হাজার ৫০০ নিয়মিত সেবকের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। খবর বিজ্ঞপ্তির