ক্লপের চুক্তি প্রিমিয়ার লিগের জন্য ভালো খবর : মরিনহো

23

আবার প্রিমিয়ার লিগে ফিরেছেন জোসে মরিনহো। ইয়ুর্গেন ক্লপ আছেন আগে থেকেই। তাতে আবারও ডাগআউটে বিশ্বসেরা দুই কোচের লড়াই দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। মাঠে তারা একে অন্যের প্রতিদ্ব›দ্বী হলেও লিভারপুলে ক্লপের নতুন চুক্তিকে কিন্তু প্রিমিয়ার লিগের জন্য ‘ভালো খবর’ হিসেবেই দেখছেন পর্তুগিজ কোচ।
বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে লিভারপুলের দায়িত্ব নিয়ে ইংলিশ ক্লাবটির সোনালী অতীত ফিরিয়ে এনেছেন ক্লপ। গত মৌসুমে তার অধীনেই চ্যাম্পিয়নস লিগ জিতেছে অলরেডস। এবার প্রিমিয়ার লিগের শিরোপ দৌড়ে রেখেছেন তাদের। সাফল্য এনে দেওয়া এই কোচের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি। জার্মান কোচের দীর্ঘ চুক্তিকে প্রিমিয়ার লিগে জন্য ‘মঙ্গলজনক’ মনে করছেন মরিনহো। মাউরিসিও পোচেত্তিনোকে বরখাস্ত করে মরিনহোকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে টটেনহাম। নতুন ক্লাবের দায়িত্ব নেওয়া পর্তুগিজ কোচ ক্লপের চুক্তি নবায়ন প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সবসময় সেরা খেলোয়াড় ও কোচকে চাই, তিনি (ক্লপ) অন্যতম সেরা। এটা (ক্লপের নতুন চুক্তি) প্রিমিয়ার লিগের জন্য খুবই ভালো খবর।’