ক্রসফায়ারের অভিযোগের বিরুদ্ধে এসআই রুবেলের মায়ের সংবাদ সম্মেলন

5

নগরীতে প্রতিবেশিকে হয়রানি ও ক্রসফায়ারের হুমকি দেয়ার অভিযোগ উঠা পুলিশ পরিবার এখন উল্টো সেই প্রতিবেশির বিরুদ্ধে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ তুলেছেন।
গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন রীনা দাশগুপ্ত। নগরীর আকবর শাহ থানাধীন কৈবল্যধাম বিশ্বকলোনির বাসিন্দা রীনা দাশ ইপিজেড থানার এসআই রুবেল দাশগুপ্তের মা। এতে লিখিত বক্তব্যে রীনা দাশ বলেন, গত ২৯ আগস্ট বাসার সামনে পানিপড়া নিয়ে উত্তম কুমার কর্মকার ও কণিকা কর্মকার আমাদের পরিবারের লোকজনকে গালিগালাজ করেন। এসময় প্রতিবাদ করলে তারা আমার স্বামীকে মারধর করেন। এরপর আমার স্বামী স্বপন দাশগুপ্ত চমেক হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় আমার বড় ছেলে জুয়েল দাশগুপ্ত আকবর শাহ থানায় একটি মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তারা আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন। বর্তমানে তারা জামিনে এসে মামলা তুলে নিতে নানা হুমকি দিচ্ছেন। বিজ্ঞপ্তি