ক্যারিয়ারের শেষ প্রান্তে ফেদেরার!

47

রজার ফেদেরার কি অবসরের কথা ভাবতে শুরু করে দিয়েছেন? সা¤প্রতিকতম একটি সাক্ষাৎকারে সে রকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে। যেখানে স্বীকার করে নিয়েছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন তিনি। তবে ২০টি গ্র্যান্ড ¯স্লামের মালিক ফেডেরার একই সঙ্গে জানাতে ভোলেননি, এখনও তার মধ্যে অনেক প্রাণশক্তি রয়েছে। জানিয়েছেন, আর একটি অলিম্পিক সোনা জিততে চান তিনি। এই আগস্টেই ৩৯ হবেন ফেদেরার। আগেই জানা গিয়েছে, ২০২০-তে করোনা আতঙ্ক কাটিয়ে টেনিস ফিরলেও তিনি আর কোর্টে ফিরছেন না এ বছরে। ডান হাঁটু বারবারই সমস্যায় ফেলছে তাকে। ফেব্রুয়ারিতে এক বার অপারেশন টেবলে যাওয়ার পরে স¤প্রতি আবারও হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে।
একটি সাক্ষাৎকারে ফেদেরার বলেছেন, তিনি অবসরের ঘোষণা তখনই করবেন, যখন তার শরীর আর টেনিসের ধকল নিতে পারবে না। এটা তো বোঝাই যাচ্ছে যে, আমি খেলোয়াড় জীবনের শেষ প্রান্তে পৌঁছেই গিয়েছি। ২০০৯ সালে যখন ফরাসি ওপেন জিতেছিলাম, তার পর থেকেই সংবাদমাধ্যমে আমার অবসর নিয়ে চর্চা চলছে। টেনিসের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তিই শুধু নয়, ফেদেরারকে ধরা হয় খেলার অমর শিল্পী।