ক্যাম্পে ডাক পেলেন ৩৬ ফুটবলার

15

নভেম্বরে নেপালের সঙ্গে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে ডাকা প্রাথমিক ক্যাম্পের জন্য ৩৬ জন ফুটবলারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চার নতুন ফুটবলার ডাক পেয়েছেন এই আইসোলেশন ক্যাম্পে। বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে গত মাসে যে দল রাখা ডাকা হয়েছিল এবারও সেই দলটাই থাকছে।
৩৬ ফুটবলারের তালিকা: গোলরক্ষক: আশরাফুল রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেইন। ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মঞ্জুরুল ইসলাম মানিক। মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, তারিক কাজী, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুম মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান রাফি, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেইন, নাজমুল ইসলাম রাসেল। ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দীন, নবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আব্দুল্লাহ, এম এস বাবলু, সুমন রেজা।