ক্যাব গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা সম্পন্ন

116

কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব কর্তৃক আয়োজিত ক্যাব গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা গতকাল ১৪ ডিসেম্বর শুক্রবার পার্বত্য জেলাসহ বৃহত্তর চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ৯টি কেন্দ্রে সকাল ৯.৩০ টা থেকে ১২ টা পর্যন্ত ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণির প্রায় ২৭১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বৃত্তি পরীক্ষা চলাকালে মহানগর কয়েকটি কেন্দ্রসহ জেলার কেন্দ্রগুলোর তত্ত¡াবধান ও পরিদর্শনে ছিলেন ক্যাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, ক্যাবের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন আহমদ, মহাসচিব অধ্যক্ষ এম,এ করিম চৌধুরী, মহানগর কেন্দ্র (প্রবর্তক স্কুল এন্ড কলেজ) প্রধান অজিত প্রসাদ চৌধুরী, অধ্যক্ষ নজরুল ইসলাম, এস বি কাজী হামিদুল হক, পাঁচলাইশ মডেল থানার এ,এস,আই মো. নোমান, প্রকৌশলী আবদুস শুক্কুর, মোঃ রবি উদ্দিন চৌধুরী, আবদুল মান্নান,শাহেদা পারভিন,নারগিছ আকতার, নিলুফার খানম, ইসমত আরা, মো. শফিক উদ্দিন, জাকের হোসাইন, এম, এ সালাম। বিভিন্ন উপকেন্দ্রের দায়িত্বে ছিলেন নূরুল ইসলাম বি.এসসি, অধ্যাপক আবদুর রহিম, অধ্যক্ষ আবু তাহের, অধ্যক্ষ আখতার হোসাইন, অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ। বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি ক্যাব নেতৃবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। খবর বিজ্ঞপ্তির