ক্যান্সার আক্রান্ত শিশুদের তহবিল সংগ্রহে চিত্রাংকন ও র‌্যালি

20

চট্টগ্রামে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য তহবিল সংগ্রহে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ভলেন্টিয়ার’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। বিভিন্ন স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়–য়া শতাধিক শিক্ষার্থী চিত্র অংকন প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের প্রাক্তন অধ্যাপক সৌমেন দাস ও সিজিএস স্কুলের চারুকলা বিভাগের শিক্ষক সঙ্গীতা চৌধুরী ববী। পরে তিন বিভাগের নয় জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের আবাসিক সার্জন ডা. আলী আজগর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, ডা জিন্নাত, ডা. লিনা, ভলেন্টিয়ারের পরিচালক ফারহানা পান্না, দিলরুবা শারমিন, মো. সাকিব প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশে শত শত ক্যান্সার আক্রান্ত শিশু টাকার অভাবে চিকিৎসা পাচ্ছে না। এই সংগঠন সমাজের বিত্তশালীদের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চাইছে। বিজ্ঞপ্তি