কোহলি-রাহানে জুটির ব্যাটে স্বস্তিতে ভারত

35

মিচেল স্টার্কের হাত থেকে ছুটছিল এক একটি গোলা! পার্থের পেস বোলিং সাম্রাজ্যে ভারতীয় ব্যাটসম্যানদের রীতিমত বেহাল দশা। তবে টেস্টের ‘এক নম্বর’ ব্যাটসম্যান বিরাট কোহলি হার মানবেন কেন? দাঁড়িয়ে গেলেন, অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিপক্ষে লড়ে দলে ছড়ালেন স্বস্তির বাতাস। তার সঙ্গে আজিঙ্কা রাহানের অপরাজিত হাফসেঞ্চুরিতে দারুণ দিন পার করেছে সফরকারীরা। পার্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৭২ রান। প্রথম ইনিংসে ৩২৬ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে আছে ১৫৪ রানে। চমৎকার ব্যাটিংয়ে কোহলি অপরাজিত আছেন ৮২ রানে। তার সঙ্গে দিন শেষ করা রাহানে অপরাজিত ৫১ রানে। চতুর্থ উইকেটে তারা গড়েছেন ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: প্রথম ইনিংসে ১০৮.৩ ওভারে ৩২৬ (হ্যারিস ৭০, হেড ৫৮, ফিঞ্চ ৫০, শন মার্শ ৪৫, পেইন ৩৮; ইশান্ত ৪/৪১, বুমরাহ ২/৫৩, বিহারি ২/৫৩, উমেশ ২/৭৮)।
ভারত: প্রথম ইনিংসে ৬৯ ওভারে ১৭২/৩ (কোহলি ৮২*, রাহানে ৫১*, পূজারা ২৪; স্টার্ক ২/৪২, হ্যাজেলউড ১/৫০)।