‘কোহলিদের স্লেজ করতে ভয় পায় অস্ট্রেলিয়ানরা’

29

 

আগ্রাসন যেমন ক্রিকেটে, তেমনি থাকে শরীরী ভাষায়ও। অস্ট্রেলিয়ান ক্রিকেটের চিরায়ত চরিত্র এটি। মাঠে তাদের মুখের কথাও অনেক সময় তোপ হয়ে গুঁড়িয়ে দেয় প্রতিপক্ষকে। তবে প্রতিপক্ষ যখন ভারত, এই সময়ের অস্ট্রেলিয়া তখন হয়ে যায় একান্ত বাধ্যগত! বাইরের কেউ নন, অস্ট্রেলিয়ারই সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক করছেন এমন মন্তব্য।
নিজের পর্যবেক্ষণের পেছনের কারণও ব্যাখ্যা করেছেন ক্লার্ক। সবকিছুর মূলে আইপিএল! বিশ্ব জুড়ে তাবত ক্রিকেটারদের স্বপ্নজুড়ে এখন থাকে আইপিএলের চুক্তি। লাখ লাখ ডলারের হাতছানি, গ্ল্যামার, পরিচিতি, সবই মেলে ভারতের এই টুর্নামেন্টে খেলে। ক্লার্কের মতে, এটিই বদলে দিয়েছে ক্রিকেট দুনিয়ার বাস্তবতা। স্কাই স্পোর্টস রেডিওর ‘বিগ স্পোর্টস ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে ক্লার্ক বললেন, আইপিএলে খেলার ভাবনাতেই এখন ভারতের সামনে মিইয়ে থাকে অস্ট্রেলিয়ানরা। “সবাই জানে আর্থিক দিক থেকে ভারত কতটা শক্তিশালী, সেটি আন্তর্জাতিক আঙিনাতেই হোক আর আইপিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটে। আমার মনে হয়, অস্ট্রেলিয়ান ক্রিকেট এবং সম্ভবত অন্য সব দল, কিছুদিন ধরেই ভারতের বাধ্যগত হয়ে থাকে। কোহলি বা অন্য ভারতীয় ক্রিকেটারদের স্লেজ করতে তারা ভয় পায়, কারণ এপ্রিলেই তো ভারতীয়দের সঙ্গে আইপিএল খেলতে হবে!”