কোরআনিয়া মাদ্রাসার উন্নয়নকাজ পরিদর্শন সিটি মেয়রের

65

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেন পাহাড়তলী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠোগত উন্নয়ন ও পাহাড়তলী ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ডে কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের অবদান স্মরণীয় এবং কাউন্সিলর হিরণ পাহাড়তলী ওয়ার্ডের মানুষের সামাজিক উন্নয়নে গবীর দঃখীদের সেবায় আজীবন কাজ করে যাবে এবং যাচ্ছেন। গত ২০ জুলাই দুপুরে খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডস্থ ঝাউতলা কোরআনিয়া মাদরাসা এতিমখানার উন্নয়নকাজ পরিদর্শকালে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন, মাদরাসার সভাপতি হাজি আব্দুর রব সওদাগর, সদস্য মোঃ ইদ্রিস মিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদিস মাওলানা আলী ওসমান, খুলশী থানা মটর চালক লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বাবুল, ঝাউতলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল স্বপন, গিরিধারা জামে মসজিদের ইমাম মুফতী মাওলানা আল মুসরু, মাদরাসার শিক্ষক হাফেজ এমদাদ উল্লাহ সোহেল ও এলাকার গন্য-মান্য ব্যক্তি বর্গ প্রমুখ। অনুষ্ঠানে নগর উন্নয়নে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ও পাহাড়তলী এলাকার সার্বিক উন্নয়নে কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা আলী ওসমান। বিজ্ঞপ্তি