কোভ্যাক্সিনে পার্শ্বপ্রতিক্রিয়া হলে ক্ষতিপূরণ দেবে ভারত বায়োটেক

25

ভারতে করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশীয় ভ্যাকসিন তৈরি করা কোম্পানি ভারত বায়োটেক জানিয়েছে যে, যদি তাদের ডোজে কোনও বিরূপ প্রভাব দেখা দেয়, তাহলে ভ্যাকসিন গ্রহণকারীকে কোম্পানি ক্ষতিপূরণ দেবে। এক সম্মতিপত্রে এমন প্রতিশ্রুতি দিচ্ছে ভারত বায়োটেক। ভ্যাকসিন প্রদানের আগে গ্রাহকের কাছ থেকে সে সম্মতিপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে।
গত ৩ জানুয়ারি দেশীয়ভাবে তৈরি কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এ দুই ভ্যাকসিনকে অনুমোদন দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। কোভিশিল্ড নিয়ে কোনও সংশয় না থাকলেও, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। এই টিকা কতটা কার্যকর তার কোনও তথ্য সরকারিভাবে দেয়নি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তার আগেই তাকে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। এরইমধ্যে ভারত বায়োটেকের কাছ থেকে কেন্দ্রীয় সরকার ৫৫ লাখ ডোজের অর্ডার দিয়েছে। পাশাপাশি জারি করা হয়েছে একটি নির্দেশিকাও। যেখানে বলা হয়েছে, কোভ্যাক্সিনের ডোজ নেওয়ার পর কারও শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া বা গুরুতর কোনও সমস্যা দেখা দিলে ক্ষতিপূরণ দিতে হবে ভারত বায়োটেককে।
এরইমধ্যে ওষুধ কোম্পানিটিও জানিয়ে দিয়েছে তারা ক্ষতিপূরণ দিতে রাজি আছে। কোভ্যাক্সিন টিকার জন্য একটি সম্মতিপত্র প্রকাশ করা হয়েছে। এই ফর্মেই সাক্ষর করতে হবে টিকা গ্রহণকারীকে। এ প্রসঙ্গে ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোনও বিরূপ পরিস্থিতির বা মারাত্মক প্রতিকূল অবস্থা দেখা দিলে সরকারি বা সরকার অনুমোদিত হাসপাতালগুলিতে সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করা হবে।’ এছাড়াও সংস্থার তরফে জানানো হয়েছে, ‘টিকা নেওয়ার ফলে শরীরে মরাত্মক প্রতিক্রিয়া ঘটেছে প্রমাণিত হলে ক্ষতিপূরণ দেওয়া হবে।’
সম্মতিপত্রে আরও বলা হয়েছে, ‘টিকা গ্রহণের অর্থ এই নয় যে, অন্যান্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নেই।’