কোভিড-১৯: নিউ ইয়র্কে বিরল উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

23

যুক্তরাষ্টেুর নিউ ইয়র্কে বিরল এক প্রদাহজনিত উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে অঙ্গরাজ্যটির গভর্নর এ্যান্ড্রু কুমো জানিয়েছেন। বিরল এ উপসর্গের সঙ্গে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সম্পর্ক থাকতে পারে বলে মনে করা হচ্ছে; এমনটা হলে কোভিড-১৯ অল্পবয়সী শিশুদের ক্ষেত্রেও বড় ধরনের ঝুঁকি হিসেবেই আবির্ভূত হবে। শনিবার কুমো এ তিন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একইদিন তিনি নিউ জার্সির গভর্নর ফিল মারফির সঙ্গে মহামারীর কারণে বাসিন্দাদের মধ্যে বাড়তে থাকা চাপ ও মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়েও কথা বলেন। শনিবারের ব্রিফিংয়ে কুমো জানান, শিশুদের মধ্যে দেখা দেওয়া তীব্র শক এবং ‘কাওয়াসাকি’ রোগের মতো রক্তনালীতে প্রদাহ ও হার্টের সম্ভাব্য মারাত্মক ক্ষতির উপসর্গগুলো তার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। মৃত তিন শিশুর মধ্যে ৫ বছর বয়সী একটি শিশুও আছে বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছিল। নিউ ইয়র্কে বিরল উপসর্গে মৃত তিন শিশুর দেহে কোভিড-১৯ কিংবা তার অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে বলে জানান কুমো।
এ কারণেই বিরল ওই উপসর্গগুলোর সঙ্গে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সম্পর্ক থাকতে পারে বলে মনে করা হচ্ছে; যদিও এ সম্পর্কের বিষয়টি বিজ্ঞানীরা এখনও নিশ্চিত হতে পারেননি। নিউ ইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা এ ধরনের উপসর্গে আক্রান্ত ৭৩ শিশুকে পর্যালোচনা করে দেখছে বলে কুমো জানান।