কোনো সন্ত্রাসীর আস্তানা বান্দরবানে হবে না

38

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবানে সন্ত্রাসী কোন আস্তানা হবে না। গতকাল শনিবার বান্দরবান সদর উপজেলায় রাজবিলা উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজ পরিদর্শন এবং বিদ্যালয় ভবনের বিভিন্ন কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর বাহাদুর আরো বলেন, পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়ন কেউ ব্যাহত করতে পারবে না। কোন সন্ত্রাসীকে কেউ আশ্রয় দিবেন না। সন্ত্রাসীদের আমরা আর প্রশয় দেব না। সন্ত্রাসীদের কারণে রাজবিলা আজ আতংকের জনপদে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গার সন্ত্রাসীরা এখানে এসে জমায়েত হয়ে উন্নয়ন কাজে বাধা দিচ্ছে আর আমরা সাধারণ মানুষ কষ্ট ভোগ করছি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, কাউকে কোন চাঁদা না দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার অনুরোধ করেন এবং সন্ত্রাসীদের কোন তথ্য থাকলে আইনশৃংখলা বাহিনীকে জানান। গতকাল সকালে প্রথমে তিনি বান্দরবান সদর উপজেলার রাজবিলা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে রাজবিলা উচ্চ বিদ্যালয় সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। পরে রাজবিলা ইউনিয়নের মুসলিম পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে মুসলিম পাড়া মসজিদের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, তিং তিং ম্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, রাজবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাশ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মার্মা, রাজবিলা মৌজার হেডম্যান রুই অং প্রুসহ সরকারি ও বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।