কোকা-কোলার ‘মাথা নষ্ট’ বন্ধে কেন ব্যবস্থা নয়

109

কোমল পানীয়ের ব্র্যান্ড কোকা-কোলার বোতলের লেবেলে চরম, মাথা নষ্ট, জটিল, বাবু, ঢিলা, ফাঁপর, জান, গুটি, গাব, আগুন, কড়া, অস্থির, পার্ট, প্যারা, ব্যাপক, যা-তা’র মত শব্দের ব্যবহার নিয়ে রুল জারি করেছে হাই কোর্ট। এসব শব্দ ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করায় কোকো-কোলার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
চার সপ্তাহের মধ্যে তথ্য সচিব, শিল্প সচিব, সংস্কৃতি সচিব, আইন সচিব, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেটের ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রুল জারি করে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। কোকা-কোলার পক্ষে ছিলেন তানজীব উল আলম। সঙ্গে ছিলেন আইনজীবী এরশাদুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। খবর বিডিনিউজের
গত ২৭ ফেব্রুয়ারি হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন আইনজীবী চন্দন চন্দ্র সরকার। রিটকারীর আইনজীবী মনিরুজ্জামান ওইদিন বলেছিলেন, ‘এ শব্দগুলো বোতলে বিজ্ঞাপন দিয়ে তারা প্রচার করছে। এটা আপত্তিকর। আমরা চাই এ ধরনের ব্যবহার থেকে বিরত থাকতে। কারণ একটা শিশু দোকানে গিয়ে বলছে ‘আমাকে একটা প্যারা দেন’, ‘একটা মাথা নষ্ট দেন’। এটার খারাপ প্রভাব পড়ছে। তাই এটার ব্যবহার বন্ধ করতে হবে’।
বাজারে থাকা কোকা-কোলার বোতলের মোড়কে বড় হরফে ‘জটিল, চরম, মাথা নষ্ট, বাবু, ঢিলা, ফাঁপর, জান, গুটি, গাব, আগুন, কড়া, অস্থির,পার্ট, প্যারা, ব্যাপক, যা-তা’ শব্দের ব্যবহার করে নিচে ব্যবহৃত শব্দটির চলতি অর্থ দেওয়া হয়েছে। অর্থাৎ শব্দটি যদি ‘প্যারা’ হয় তবে ‘প্রচলিত অর্থ: অত্যাধিক ঝামেলা’ লেখা হয়েছে।
কোকা-কোলার ফেসবুকে পেইজে ‘বাংলা এখন বাংলা তখন’ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়ে বলা হয়েছে, ‘বাংলা শব্দের পুরনো আর নতুন অর্থের মাঝে দূরত্ব কমাতেই কোকা-কোলা পরিবেশিত- বাংলা এখন বাংলা তখন বিতর্ক প্রতিযোগিতা। খুবই শীঘ্রই আসছে আপনার ক্যাম্পাসে। ভাষা নিয়ে তর্কে-বিতর্কে এবার হবে শব্দযুদ্ধ!’