কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

267

৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জহুরুল আলম বলেন, শিক্ষার্থীদের অনৈতিক কর্মকান্ড হতে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীরা কোন অনৈতক কর্মকান্ডে জড়িয়ে পড়লে সেই শিক্ষার্থীকে বিদ্যালয় হতে বহিস্কার করা হবে। জীবনের যে কোন পরীক্ষায় অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে পাশ করলে জীবনে পদে পদে পরাজয়ের গøানি বয়ে বেড়াতে হবে। যেসব অভিভাবক কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষার সময় অনৈতিকতার সুযোগ তৈরি করে দেয় সে সকল মা-বাবা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে শিক্ষার্থীসহ অভিভাবকদের সচেতন হতে হবে। আজকাল শিক্ষার্থীরা স্কুলের ক্লাসে পাঠদানে মনযোগি না হয়ে কোচিং সেন্টারের শিক্ষকদের উপরে পাঠদানের ভরসা করে। তাই দিন দিন শিক্ষার মান নি¤œ পর্যায়ে পদদলিত হচ্ছে। তাই আগামী প্রজন্মের শিক্ষার্থীদেরকে স্কুলে নিয়মিত উপস্থিত হয়ে ক্লাসের পড়া ক্লাসে আদায় করে নিতে হবে। শিক্ষার্থীরা যাতে ইন্টারনেটের অপব্যবহার হতে দূরে থাকে সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। আর পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশ সুুস্থ্য রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বাঙ্গালি সংস্কৃতি চর্চায় ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে তবেই শিক্ষার্থীরা দেশপ্রেমে যোগ্য নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হবে। গত ২৭ জানুয়ারি সকাল কৈবল্যধাম আবাসিক এলাকায় কৈবল্যধাম হাউজিং এস্টে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও উপদেশ মূলক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য। বিশেষ অতিথি ছিলেন ইলিয়াছ খান, যাচমা বেগম, ফিরোজ শাহ্ সিটি কর্পোরেশন গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মো. সালাউদ্দিন মজুমদার, অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের পক্ষে আসমা বেগম, বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে ফাতেমা বেগম, বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে মরিয়ম বেগম। অনুষ্ঠানের শুরতে কোরআন তেলোয়াত পাঠ করেন আরিফুল ইসলাম চৌধুরী। শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বিদ্যালয়ের সভাপতিকে শিক্ষার মান্নোয়ন ও ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি