কে এলো

37

গুমোট মুখে বিদায় নিল মেঘের রানী বর্ষা
কে এলোরে হাসি মুখে ধবধবে রং ফর্সা ?
ঝিরঝিরিয়ে দোল খেয়ে যায় কাশের মেলার গুচ্ছ
মাদকতার ঢেউ লেগেছে চতুর্দিকে বুঝছো ?

মুঠো শিশির খুকু মেখে এদিক সেদিক উল্টায়
বইছে দেখ হিমেল হাওয়া কংসনদীর কূলটায়
জাফরানি রং শিউলি ফুলের মনমাতানো গন্ধে
বিভোর হয়ে গাঁথছে মালা বৌদি এবং নন্দে।

ঝলমলানো উদাস দুপুর ঝিমোয় বসে মা-ঝিয়ে
শরৎ এলো শুভ্র ট্রেনে টানা হুইসেল বাজিয়ে।