কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা

109

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষা শিক্ষার উন্নয়নে বিশেষ নজর রাখছে। সারা দেশের মাদ্রাসা সমূহে উন্নয়নের ছোয়া লাগছে। কেরানীহাটের এ প্রচীন মাদ্রাসাও উন্নয়ন বঞ্চিত হবেনা। উক্ত মাদ্রাসাটিকে পুরো দক্ষিণ চট্টগ্রামের একটি মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তুলতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি গত ২৪ জানুয়ারি কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওরানা আরিফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিস বরণ দেব, কেওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর হক মিয়া, বঙ্গবন্ধু পরিষদ সাতকানিয়া শাখার সভাপতি শফিকুর রহমান, উত্তর সাতকানিয়া যুবলীগ সাধারন সম্পাদক ওসমান আলীছাড়াও উক্ত মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল হক সিরাজী, মাওষ্টার আবুল হাসেম, মাষ্টার নুরুল কবিরসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ডা. মিনহাজুর রহমান আরো বলেন, এখন শিক্ষা প্রতিষ্ঠানে পরিক্ষার্থী আছে কিন্তু শিক্ষার্থী নেই। শিক্ষার্থীরা ঠিক মত ক্লাশে আসেন না। ক্লাশ ফাঁকি দিয়ে অন্যত্রে সময় ব্যায় করেন। এটি শিক্ষার্থীদের খুব খারাপ পর্যায়ে নিয়ে যাবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ছাড়াও অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান তিনি।