‘কেমন জনপ্রতিনিধি চাই’ শীর্ষক আলোচনা সভা

92

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা আয়োজিত সিটি কর্পোরেশন নির্বাচন -২০২০ উপলক্ষে ‘কেমন জনপ্রতিনিধি চাই?’ শীর্ষক আলোচনা সভা গত ১৫ ফেব্রæয়ারি সন্ধ্যা ৬ টায় নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেলিম আক্তার পিয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শফর আলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও নারী নেত্রী রেহানা বেগম রানু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামাল আহমেদ, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এডভোকেট মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আমাদের দেশে নির্বাচন হচ্ছে একটি উৎসব।
একটা সময় ছিল নির্বাচন চলাকালীন সময় পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। নির্বাচন এলে সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় ছুটে যেতেন। তিনি আরো বলেন- সৎ, শিক্ষিত, চরিত্রবান, আদর্শবাদী ও সমাজ সেবার মানসিকতা সম্পন্ন যোগ্য মানুষ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হোক। আলোচনা সভায় বক্তব্য রাখেন- আনোয়ারুল আজিম চৌধুরী, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, আবছার উদ্দিন অলি, ফেরদৌস আরা, নাফিসা ইকরাম নুর, মোজাম্মেল হক রাজধন, এডভোকেট প্রতাপ পাল, হাসান মুরাদ চৌধুরী মামুন, বদিউল আলম তুষার, আশিক আরেফিন, মোঃ আলমগীর, মোঃ শাহজাহান, মঞ্জুরুল আলম প্রমুখ। আলোচনা সভায় আলোচকরা বলেন- কোনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী কে জনপ্রতিনিধি হিসেবে চাই না এবং একজন জনপ্রতিনিধিকে তার ওয়ার্ড কিংবা চট্টগ্রাম সিটিকে পরিবার ভাবতে হবে। বিজ্ঞপ্তি