কেজিডিসিএল এর ভিজিল্যান্স কার্যক্রম অব্যাহত

16

কেজিডিসিএল অধিভুক্ত এলাকায় বিভিন্ন শ্রেণির গ্রাহকের (সিএনজি/শিল্প/ক্যাপটিভ পাওয়ার/বাণিজ্যিক/আবাসিক) আঙ্গিনায় বিদ্যমান রাইজারে লিকেজ শনাক্তকরণ ও মেরামত, বকেয়া ও অবৈধ গ্যাস সংযোগ/ব্যবহারজনিতকারণে মোট ১৬টি টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ৬ সেপ্টেম্বর থেকে চলমান অভিযানে মোট ৪,৯৮১টি গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করে বকেয়া, অননুমোদিতভাবে গ্যাস ব্যবহার, অভ্যন্তরীণ লাইনে লিকেজ, রাইজার আবদ্ধকরণ ইত্যাদি কারণে ৫৩৪টি আবাসিক, ৪৬টি বাণিজ্যিক, ১১টি শিল্প ও ১টি সিএনজি স্টেশনসহ মোট ৫৯২টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিচ্ছিন্নকৃত গ্রাহকদের কাছ থেকে ৭ অক্টোবর পর্যন্ত বকেয়া ও অনিবন্ধিত গ্যাস বিলবাবদ প্রায় ২১.৩২ কোটি টাকা আদায় হয়েছে।
কোম্পানির প্রধান কার্যালয় ও হালিশহর কার্যালয়ে স্থাপিত জরুরি নিয়ন্ত্রণ কক্ষে গ্রাহক হতে প্রাপ্ত অভিযোগ এবং অভিযানে টিমগুলোর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্যাবধি ২৮টি রাইজার আবদ্ধ/ঝুঁকিপূর্ণ স্থান হতে নিরাপদ স্থানে স্থানান্তর ও ১৯৫টি রাইজারের লিকেজ মেরামত করা হয়েছে। বিজ্ঞপ্তি