কুরবানীর ঈদ সেবার-এবার

80

গেল বার-
কতো টাকায় গরু কিনলেন
কতো টাকায় ছাগল ?
এই সওয়ালের জবাব দিতেই
কেউ হয়েছেন পাগল।
কেউ বলেছেন লক্ষ টাকা
কেউ বা কয়েক হাজার
কেউ কিনেছেন ছোট্ট খাসী
সাধ্য ছিল যা যার।
কারো ছিল হামবড়া ভাব
ছোট্ট কিছুই চান না
সেই কারণে ছোট্ট পশুর
পাশেও তিনি যান না।
কিন্তু বিশাল গরু কিনেও
তার মনেতে ভয়
হাসিলের ওই কয় টাকা তার
বিশাল মনে হয়।
কেউ ছুটেছেন কামারশালায়
শান দিতে দা-ছুরি
কেউ বা আগাম বুকিং দিতেন
পশুর নাড়ি-ভুরি।

এবার-
কুরবানীর ঈদ ঘনিয়ে এলেও
নেইকো কারো তাড়া
যাদের হাঁকে ডাকে গরম
থাকতো বাজার-পাড়া।
ছুটছে না কেউ পশুরহাটে
কিনছে না কেউ গরু
এক করোনার ভয়েই সবার
মনটা এখন মরু।
যিনি নিতেন মস্ত গরু
তার কপালেও ভাঁজ
সবাই বেকার বসে আছে
নেইতো কোন কাজ।
সবার এখন সমান দশা
পিয়ন, সাহেব, আমলা
গরু-ছাগল ডাক দিয়ে কয়
এবার ঠেলা সামলা।