কুমিল্লার মুরাদনগরে এশায়াত মাহফিল

85

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র স্মরণে গত শুক্রবার বাদে জুমা কুমিল্লার মুরাদনগর টনকী বাজারে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৯৯ নং টনকী বাজার শাখার উদ্যোগে এশায়াত মাহফিলে উপস্থিত সর্বস্তরের ধর্মপ্রাণ সুন্নী মুসলমানের উদ্দেশ্যে বক্তারা বলেন কালজয়ী আধ্যাত্মিক ব্যক্তিত্ব খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসুল (দ.)শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)’র অনুসৃত তরিক্বত রাসুল (দ.) এর প্রতি অকৃত্রিম প্রেম ও ভালবাসায় সিক্ত হয়ে আলোকিত জীবন গড়ার অনন্য সেরা মাধ্যম। টনকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসাইন সরকার এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্বা কমান্ডার মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মুহাম্মদ আলমগীর হোসেন, প্রভাষক মুহাম্মদ টিপু সোলতান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, কুমিল্লা চৌদ্দগ্রাম সিংরাইশ রহমানিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা আ.ন.ম মোখলেসুর রহমান প্রমুখ। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম (রা.) ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। খবর বিজ্ঞপ্তির