কুতুবদিয়া সমিতির সম্মেলন

61

সমন্বিত উদ্যোগ নিলে দক্ষিণ চট্টগ্রামে কুতুবদিয়া দ্বীপটি হবে অন্যতম পর্যটন জোন। যোগাযোগ ও অবস্থানগত কারণে এই দ্বীপটির সম্ভাবনা ও গুরুত্ব অনেক রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে কুতুবদিয়া সমিতির সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। সমিতির সভাপতি ডাক্তার এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে সমিতির সেক্রেটারি জেনারেল মুজিবুল হক ছিদ্দিকী বাচ্চু ও যুগ্ম সম্পাদক ইসমাইল খান সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা শফিউল আলম, উপদেষ্টা পরিষদের সদস্য ড. মো. কামাল হোসেন, অধ্যাপক নুরুল হুদা কুতুবী, অধ্যক্ষ মোজাম্মেল হক, শাহজাদা মনিরুল মন্নান, এস এস মুকতার আহমদ, মোঃ ইসমাইল কুতুবী, আলহাজ্ব শাকের উল­াহ বিএসসি, এজিএম বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. নুরুল হোসেন বাহাদুর, সদস্য সচিব ইসমাইল খান, সদস্য জাহাঙ্গীর আলম, কারিমুল ইসলাম, মোহাম্মদ শাহনেওয়াজ, মামুন ইলাহী। উক্ত সম্মেলনে কুতুবদিয়ার আন্তর্জাতিক ও জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়া ব্যক্তিদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং ২০১৯ ও ২০২০ এর জন্য একটি কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়। ডাক্তার এ কে এম ফজলুল হক সভাপতি ও মুজিবুল হক ছিদ্দিকী বাচ্চুকে সেক্রেটারি করে ২৩ সদস্যবিশিষ্ট একটি দুই বছরের জন্য কমিটি গঠিত হয়। সম্মেলনে নির্বাচন পরিচালনা করেন সমিতির প্রধান উপদেষ্টা শফিউল আলম। বিজ্ঞপ্তি