কুতুবদিয়ায় সাগরে ডুবে গেছে ১২ ট্রলার

80

কুতুবদিয়ায় এক ঘণ্টার ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বীপের শতাধিক কাঁচা ঘরবাড়ি ও গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে কুতুবদিয়া উপক‚লীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে মাছ ধরার ট্রলারসহ ১২টি নৌকা ডুবে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সূত্র জানায়, মঙ্গলবার সকালে হঠাৎ আকাশ কালো মেঘে আছন্ন হয়ে পড়ে। এসময় উত্তর পশ্চিম থেকে বয়ে আসা ঝড়ো হাওয়ার থাবায় মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় শতাধিক বসতবাড়ি। ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায় দ্বীপ এলাকার প্রান্তিক লবণ চাষীদের উৎপাদিত কয়েক’শ মেট্রিকটন লবণ। এর আর্থিক মূল্য এক কোটি টাকার বেশি বলে জানিয়েছেন চাষীরা।
হঠাৎ ঝড়ো হাওয়ায় সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলার ও উপক‚লে নোঙরে থাকা কয়েকটি বোট ডুবে যায়। কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন জানান, গভীর সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলাগুলোর কোন খবর পাওয়া যায়নি। সাগর থেকে মাছ ধরে উপক‚লে ফিরে আসার পথে বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এরমধ্যে উপজেলার কৈয়ারবিল এলাকার মো. আলী, নুর কাদের, আবদু শুক্কুর ও নেজাম কোম্পানীর মালিকানাধীন মাছ ধরার ট্রলার রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে জেলে পরিবারগুলোতে অজানা আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, ট্রলার ডুবির খবর পেলেও জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি।
উপজেলা রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার রায় জানান, ঝড়ো হাওয়ায় কুতুবদিয়া উপক‚লের কৈয়ারবিল, বড়ঘোপ, দক্ষিণ ধুরুং, উত্তর ধুরুং এলাকার সমুদ্র সৈকতে বনায়নের শত শত ঝাউ গাছ ভেঙ্গে গেছে।