কুতুবদিয়ার নিখোঁজ তরুণী ভারতের গুজরাটে উদ্ধার

47

পাচারকারী চক্রের হাত থেকে আসমা বেগম (২০) নামের কুতুবদিয়ার এক তরুণীকে উদ্ধার করেছে ভারতের গুজরাট শহরের স্থানীয় জনতা। বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দিদারুল ফেরদাউস।
তিনি জানান, গত ১৩ জুলাই ভারতের গুজরাট শহর থেকে আসা একটি ফোনে জানতে পারেন বিষয়টি। পরে তিনি মেয়েটির সাথে ফোনে কথা বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরীর মাধ্যমে জানতে পারেন মেয়েটির নিজ বাড়ি কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নে। মেয়েটির পিতার নাম জাহাঙ্গীর আলম।
পাচারকারী চক্র আসমাকে অপহরণ করে ভারতের গুজরাট শহরে নিয়ে যায়। ঐ দেশের স্থানীয় জনতা পাচারকারী চক্রের গতিবিধি লক্ষ্য করে মেয়েটিকে উদ্ধার করে। উদ্ধারকারী মেয়ে আসমার তথ্যমতে ভারতের গুজরাটের লোকজন কুতুবদিয়া থানার ফোন নাম্বার সংগ্রহ করে ওসি দিদারুল ফেরদাউসের সাথে কথা বলেন।
পুলিশ প্রশাসন তাকে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যোগাযোগ অব্যাহত রেখেছেন।
আসমা বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে, আসমা বেগম বিগত দুই বছর পূর্ব থেকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। বিগত এক মাস পূর্ব থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি।