কিমকে সুস্থ দেখে খুশি ট্রাম্প

30

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সুস্থ হয়ে ফিরে আসাতে খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প জানান, ‘তিনি সুস্থ ভাবে ফিরে আসাতে আমি খুশি।’ গুরুতর অসুস্থ বা সম্ভবত মারা গেছেন এমন তীব্র জল্পনা শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ বাদে প্রথম প্রকাশ্যে এলেন কিম জং উন। উত্তর কোরিয়ার স্টেট টেলভিশন দেখিয়েছে, পিয়ংইংয়ের উত্তরে সানচনে একটি সার কারখানা উদ্বোধনে এসে কিম হাঁটছেন, ব্যাপকভাবে হাসছেন এবং সিগারেট খাচ্ছেন। ১১ এপ্রিল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বৈঠকের সভাপতিত্ব করার পর থেকে উত্তর কোরিয়ার নেতা আর প্রকাশ্যে আসেননি। এরপরেই তাকে ঘিরে জল্পনা ছড়ায়। রিপোর্টে দাবি করা হয়, মৃত্যু হয়েছে এই নেতার। কিন্তু এরপর একাধিক দেশের পক্ষ থেকে জানানো হয় সুস্থ রয়েছেন কিম জং। কিন্তু তবুও প্রকাশ্যে না আসায় তাকে ঘিরে সমগ্র পৃথিবীতে জল্পনা চলছিলই।