‘কিপ দিস ম্যাজিক এলাইভ’

54

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা আয়োজন করেছে ‘কিপ দিস ম্যাজিক এলাইভ-৯’এর পর্ব-২। নগরীর চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের মিলনায়তনে ৩১ মে শুক্রবার ৮০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার, ঈদের নতুন জামা ও স্কুলগামী বাচ্চাদের জন্য স্কুল জুতো বিতরণ করা হয়। ভিবিডি চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাহেদ, ভিবিডি চট্টগ্রাম ডিভিশনের সভাপতি সোমেন বড়ুয়া, সাধারণ সম্পাদক ফয়সাল নাসের, সাংগঠনিক সম্পাদক রিফাত সামির, রেড কার্পেটের সিইও আবু বকর সাহেদ খান, আলী আশরাফ আজগরী, সাগুফতা পারভিন, পাপিয়া পাল, রোটারেক্ট মোঃ শামীম আজাদ রুবেলসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ভিবিডি চট্টগ্রাম জেলা বোর্ডের সভাপতি মোঃ জিয়াউল হক সোহেল, সহ সভাপতি কামরুজ্জামান জিয়াদ, সাধারণ সম্পাদক মোঃ কাওসার হোসেন, ট্রেজারার রেবেকা খানম, মানবসম্পদ কর্মকর্তা সৌরভ বড়ুয়া, প্রকল্প বিষয়ক সম্পাদক গোলাম ইসহাক খান, জনসংযোগ কর্মকর্তা সুকান্ত বড়ুয়া সহ কমিটি মেম্বার, অ্যালামনাই সদস্য, আইআর এবং সাধারণ ভলান্টিয়াররা।
উল্লেখ্য, ২৩ই মে নগরীর চট্টগ্রাম ক্লাবে অনুষ্টিত কিপ দিস ম্যাজিক এলাইভ- ৯’ এর ১ম পর্বে জাগো ফাউন্ডেশন স্কুল, চট্টগ্রাম শাখার ২৫০ জন বাচ্চাকে ঈদের নতুন জামা উপহার দেয় ভিবিডি চট্টগ্রাম জেলা। বিজ্ঞপ্তি