কিডনি রোগে আক্রান্ত ফয়সাল বাঁচতে চায়

42

উত্তর পতেঙ্গা স্টিল মিল বাজার নিবাসী পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ ফয়সাল করিম (৩৪) কিডনি রোগে আক্রান্ত। তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। তাকে দীর্ঘদিন চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। জরুরি ভিত্তিতে ফয়সালের কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তার কিডনি প্রতিস্থাপনে ২৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তুপরিবারের পক্ষে এই বিশাল অংকের টাকা জোগাড় করা হচ্ছে না। এমতাবস্থায় ফয়সালের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করা যাবে এই মোবাইল নম্বরে-০১৯২২৫৯০৫০৮। বিকাশ নম্বর-০১৬৮৯-৪৩৫৯৭৭। বিজ্ঞপ্তি

মোজেহেরুল হক
শাহ’র খোশরোজ
শরীফ আজ

আমির ভান্ডার দরবারে হযরত শাহসূফী সৈয়দ আমিরুজ্জমান শাহ্ (ক)’র চতুর্থ শাহজাদা হাকিমে ত্বরীকত ডা. সৈয়দ মোজেহেরুল হক শাহ (রহ)’র ১০৭তম খোশরোজ শরীফ আজ শুক্রবার। এ উপলক্ষে শানে আমির মোজেহেরীয়া খেদমত পরিষদের উদ্যোগে জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল আয়োজন করা হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করবেন শাহসূফী সৈয়দ এয়ার মুহাম্মদ শাহ্ আমিরী (ম.)। আলোচক থাকবেন আল্লামা ড. এএসএম বোরহান উদ্দিন, আল্লামা মুহাম্মদ শহিদুল হক হোসাইনী, আল্লামা মুহাম্মদ ইলিয়াছ আল-কাদেরী, আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, মুফ্তি মুহাম্মদ ফখরুদ্দীন চাঁদপুরী, মাওলানা হাফেজ আহমদ আল-কাদেরী, মাওলানা ইমরান হাসান আল-কাদেরী। মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য আমির ভান্ডার শরীফের শাহ মনজিলের মোন্তাজেমীন হযরত মাওলান সৈয়দ ফোরকানুল হক শাহ্ আমিরী (ম.) অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

বাহারছড়ায় মিলাদুন্নবী
মাহফিল আজ

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পূর্ব বাহারছড়া ইসলামী সুন্নী সংস্থার উদ্যোগে আজ শুক্রবার জহুর চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে ৪র্থ ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হবে। উদ্বোধক থাকবেন জসিম উদ্দিন চৌধুরী খোকন। প্রধান অতিথি থাকবেন মাওলানা মো. মিজানুর রহমান আলকাদেরী। প্রধান ওয়ায়েজ থাকবেন মাওলানা মো. শোয়াইবুল ইসলাম আলকাদেরী। আলোচক থাকবেন অধ্যাপক কাজী সোলতান আহমদ ও মাওলানা আজিজুল হক আলকাদেরী। সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট নাছির উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

হকার্স নেতা
শাহ আলমের
মৃত্যুতে শোক

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক নেতা শাহ আলম গত ৬ নভেম্বর রাত সাড়ে ৯টায় নোয়াখালীর সেনবাগ থানার মইশাই গ্রামে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ৫ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রাম হকার্স সমিতি, হকার্স ইউনিয়নের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। দীর্ঘ ৪ দশক পর্যন্ত তিনি সংবাদপত্র হকার পেশায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন এর সভাপতি নুর রহমান, সম্পাদক হেফাজতের রহমান ভূইয়া, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি. এর সভাপতি ইউসুফ আলী, সম্পাদক নজরুল ইসলাম লিটন এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি