কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত

61

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। ১৮ মে সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। জানা যায়, শুক্রবার দিনগত রাতে পুলওয়ামার পানজামে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে দুই সন্ত্রাসী নিহত হয়। বন্দুকযুদ্ধে দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও বিশেষ অভিযান দল অংশ নিয়েছে। বন্দুকযুদ্ধ শেষে নিহত সন্ত্রাসীদের মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় অনন্তনাগ শহরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার পুলওয়ামার দালিপোরা গ্রামে দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও বিশেষ অভিযান দলের যৌথ নিরাপত্তা অভিযান চলাকালীন সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সেসময় পাল্টা গুলি শুরু করে নিরাপত্তা বাহিনী। পরে এক ভারতীয় সৈন্য ও তিন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া আরও দুই সৈন্য ও এক বেসামরিক নাগরিক আহত হয়েছিল। হামলাকারী সন্ত্রাসীরা জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহম্মদের সদস্য বলেই ধারণা করছে পুলিশ। স্থানীয় একটি বাড়িতেই তাদের আস্তানা।