কাশ্মিরি নারীদের সুরক্ষার আহবান শিখ ধর্মগুরুর

61

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতাদের হয়রানির শিকার কাশ্মিরি নারীদের সুরক্ষা দিতে শিখ ধর্মালম্বীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন এক ধর্মগুরু। এটাকে ধর্মীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন শিখ ধর্মালম্বীদের সর্বোচ্চ মুখপাত্র জাতিদার জ্ঞানী হারপিত সিং।
শুক্রবার এক বিবৃতিতে তিনি কারও নাম উল্লেখ না করেই বলেন, ১৯৮৪ সালের দাঙ্গার সময়ে যে গোষ্ঠী শিখ নারীদের ওপর হামলা করেছিল এখন তারাই কাশ্মিরি নারীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়।
এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ভারতের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলও অনুমোদন করেছেন দেশটির রাষ্ট্রপতি। এই পদক্ষেপের মাধ্যমে কাশ্মিরের জনগণের বিশেষ মর্যাদা বাতিল হয়েছে।