কাল পটিয়ায় আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

59

পটিয়ায় রাবার ড্যাম ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খালের বেড়িবাঁধসহ কয়েকটি প্রকল্প পরিদর্শনে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। তিনি আজ রবিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম সার্কিট হাউসে উঠবেন। এরপর কাল সোমবার সকালে পটিয়ায় এসব প্রকল্পের স্থান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করবেন। এ সময় তিনি শিকলবাহা খালের তীরে নবনির্মিত ২.৫৭ কিলোমিটার মালিয়ারা-বাকখাইন-ভাÐারগাঁও বেড়িবাঁধ উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান।
জানা গেছে, পটিয়ার হাইদগাঁও শ্রিমাই খালের উপর রাবার ড্যাম স্থাপনে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখিয়ে আসছিলেন পটিয়া আসনের এমপি ও হুইপ সামশুল হক চৌধুরী। এ প্রকল্পের স্থান পরিদর্শন করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এর মধ্যদিয়ে এমপির দেখানো স্বপ্ন বাস্তবায়নের পথে আরও একধাপ অগ্রগতি হবে এবং পটিয়াবাসীর দীর্ঘদির দাবি বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া প্রতিমন্ত্রী পটিয়ায় আরও ৩০ কিলোমিটার বেড়িবাঁধ, ৩৬ কিলোমিটারের খাল খনন, ১.৭ কিলোমিটার নদী সংরক্ষণ বাঁধ, ৮২৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ২শ হেক্টর জমি অধিগ্রহণ প্রকল্পের স্থান সমূহ পরিদর্শন করবেন।
আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ হাসেম জানান, পানি উন্নয়ন বের্ডের চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চল দপ্তরের প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল পটিয়া উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এরমধ্যে কোলাগাঁও, ভেল্লাপাড়া ও কালিগঞ্জ দিয়ে শিকলবাহার ভাঙন, ভাটিখাইন ও ছনহরাসহ বিভিন্ন স্থান দিয়ে শ্রিমাই খালের ভাঙনকৃত স্থান পরিদর্শন করেন।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, উপজেলার বিভিন্ন স্থানে খালের ভাঙন পরিদর্শন ও পানি উন্নয়ন বোর্ডের অধীনে বেড়িবাঁধ নির্মাণসহ ৫ প্রকল্পের মোট ১১শ ৫২ কোটি টাকার প্রকল্পের স্থান পরিদর্শন করতে পটিয়ায় আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।
এদিকে গতকাল শনিবার এসব প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বের্ডের চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চল দপ্তরের প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, উপ-প্রকৌশলী শওকত ইবনে শহীদ, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, পটিয়ার ইউএনও হাবিবুল হাসান, কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আশিয়া ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, ভাটিখাইন ইউপি চেয়ারম্যান বখতেয়ার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগ নেতা বিএম জসিম প্রমুখ।