কাল থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইটি ফেয়ার

126

নগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালের যৌথ উদ্যোগে আগামীকাল শনিবার শুরু হচ্ছে দ্বিতীয় চিটাগাং আইটি ফেয়ার। ওইদিন বেলা ১১টায় বঙ্গবন্ধু কনফারেন্স হলে মেলার উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মেলায় ভারতের দুইটি সফটওয়্যার প্রতিষ্ঠানসহ ৩০টির বেশি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল থাকবে। প্রণোদনামূলক কাজের জন্য ডি-ইঞ্জিনিয়ার্সের একটি স্টল থাকবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানান চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
তিনি জানান, শিল্পসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের উন্নয়নে মেলা ও প্রদর্শনীর আয়োজন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিয়মিত কার্যক্রমের অংশ। এ ভেন্যুতে তিনটি এসএমই ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে। শিগগির লাইফ স্টাইল ফেয়ার আয়োজন করা হবে। ২০১৭ সালে প্রথম আইটি ফেয়ারেই ব্যাপক সাড়া পেয়েছি। এবার দ্বিতীয় আইটি ফেয়ার আয়োজনের উদ্যোগ নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক কামাল মোস্তাফা চৌধুরী, অঞ্জন শেখর দাশ, রকিবুর রহমান টুটুল, সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনালের সভাপতি আবদুল্লাহ ফরিদ ও মহাসচিব সাইফুল ইসলাম মাহিন।
এবারের মেলায় প্রদর্শনী পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আইসিটি খাতের প্রসারে বিষয়ভিত্তিক সেমিনার থাকবে। উদ্বোধনী দিনে গ্রামীণফোনের উদ্যোগে ‘অ্যাডভান্সিং চট্টগ্রাম থ্রো স্মার্ট আইসিটি সার্ভিস’ শীর্ষক আলোচনা হবে। মেলার অন্যতম স্পন্সর সফোজের আয়োজনে ‘সাইবার সিকিউরিটি মেড সিম্পল উইথ নেক্সট-জেন সিকিউরিটি সলিউশন’ শীর্ষক কর্মশালা হবে। এ ছাড়া আইটি প্রফেশনালদের কর্মক্ষেত্র ও পরিধি এবং আন্তর্জাতিক অঙ্গনে সেক্টরভিত্তিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নির্দিষ্ট খাতের সমন্বয়ের কৌশলগত ধারণা ও দৃষ্টান্ত উপস্থাপনমূলক কর্মশালা হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে। আগামীকাল শনিবার থেকে ২৮ জানুয়ারি সোমবার পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।