কালুরঘাট সেতু বাদলের নামে নামকরণ করার দাবি

104

বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস্ ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে গতকাল বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে রাজনীতিবিদ, আজীবন আপোষহীন সংগ্রামী পার্লামেন্টারিয়ান এবং বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস্ ফোরামের জেনারেল সেক্রেটারী মঈন উদ্দিন খান বাদল এমপির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণসভা বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস্ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক গোপা মুখার্জী, সাংস্কৃতিক সম্পাদক রীতা চক্রবর্ত্তী। সভা পরিচালনা করেন বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস্ ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রনি।
সভায় বক্তব্য দেন ইন্দু নন্দন দত্ত, এডভোকেট আবু মো. হাশেম, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, মিটুল দাশ গুপ্ত, আবু বক্কর ছিদ্দিক, কবি সাথী দাশ, কবি জাহাঙ্গীর আলম, নাসিরুল হক নবাব, সিদ্দিকুল ইসলাম, মনির উদ্দিন খান, কালাম চৌধুরী। সভায় বক্তারা বলেন, মঈন উদ্দিন খান বাদল দক্ষিণ এশিয়ার গণমানুষের নেতা ছিলেন। বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস্ ফোরাম এ অঞ্চলের একটি পথপদর্শক একটি সংগঠন। আমাদের নেতা মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্র বসু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, সীমান্ত গান্ধী, আবদুল গাফ্ফার খান। অতীতে দেখেছি, দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দ সারা পৃথিবীকে দিক নির্দেশনা দিয়েছেন। মহাত্মা গান্ধীর অহিংস বাণী শান্তির কথা সারা পৃথিবীকে ব্যাকুল করেছে। নেতাজীর বজ্রগম্ভীর কণ্ঠ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। বঙ্গবন্ধুর সেই অঙ্গীকার রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাদের এই উক্তি সারা পৃথিবীতে ঢেউ তুলেছিল। ভাসানী ও সীমান্ত গান্ধী কখনো পুঁজিবাদের সাথে আপোষ করেন নি। এই নেতৃবৃন্দ অতীতে সারা পৃথিবীর নেতা ছিলেন, দিক নির্দেশনা দিয়েছেন। আমরা চাই, বর্তমান সময়েও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, শ্রীলকার প্রেসিডেন্ট এক মঞ্চে এসে ঐক্যবদ্ধ হোন এবং সারা পৃথিবীর নেতৃত্ব দিন এবং দক্ষিণ এশিয়াকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলুন। বিজ্ঞপ্তি