কালুরঘাট সেতুর ব্যাপারে প্রধানমন্ত্রী কথা দিয়েছেন

49

কালুরঘাটে সড়ক ও রেল সেতু নির্মাণের দাবিতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল।
সাংসদ মঈন উদ্দিন খান বাদল প্রধান অতিথির বক্তব্যে বলেন, চলতি মাসের ১০ তারিখ প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। সাথে চট্টগ্রামের সন্তান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘কালুরঘাটে সেতু নির্মাণ করবো, করবো, করবো, এ নিয়ে চিন্তার কিছু নেই।’ সাংসদ বলেন, ‘জীবন সায়াহ্নে এসে গেছি। সংসদের আগামী ৪ বছর মেয়াদের মধ্যে বোয়ালখালীকে চট্টগ্রামের সেরা উপজেলা হিসেবে পরিণত করতে চাই। সে লক্ষ্যে কাজ করছি এখন।’
উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন আহমদ খানের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছৈয়দুল আলম। সাধারণ সম্পাদক ওবাইদুল হক ও সরোয়ার আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. আবু মোহাম্মদ হাশেম, ইন্দু নন্দন দত্ত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি নুরুল আলম মন্টু, সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, মহানগর সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উত্তর জেলা সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এসএম আকতারুল আলম প্রমুখ।